সোমবার ● ৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ভিজিএফ’র গম কালো বাজারে বিক্রির অভিযোগে থানায় মামলা
পার্বতীপুরে ভিজিএফ’র গম কালো বাজারে বিক্রির অভিযোগে থানায় মামলা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় দুপুর ২.৩৫মি.) দিনাজপুরের পার্বতীপুরে ২নং মন্মথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগর আলী ও দুই মেম্বারের বিরুদ্ধে ভিজিএফ’র গম চুরির অভিযোগ পাওয়া গেছে।
গত ২৫ জুন রবিবার পার্বতীপুর মডেল থানা পুলিশ  ইউনিয়ন পরিষদ সংলগ্ন চাকলা বাজার থেকে ১১ বস্তা গম উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা যায়, উপজেলা মন্মথপুর ইউনিয়নে ১৯০৯ জন দুস্থ সদস্যদের জন্য ১.০৯০ মে.টন চালের পরিবর্তে ২৫.৩৩৬২ মে. টন গম বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ১১ বস্তা গম (৫০ কেজি প্রতি বস্তা) চাকলা বাজারের আব্দুল জব্বারের পুত্র বাবুর দোকানের বারান্দা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, মন্মথপুর মুন্সীপাড়া এলাকার আবু বকরের পুত্র অহিদুল ও আইজ উদ্দীনের ছেলে ফরিদুল ইসলাম রবিবার ভোরে মন্মথপুর ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ভোর বেলা গমের বস্তাগুলো বের করে বাবু নামের এক ব্যবসায়ীর দোকানের বারান্দায় জমা করছিল হানিফ দাফাদার। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে।
২৪ জুন শনিবার দুস্থদের মাঝে ১৩ কেজি ২০০গ্রাম করে গম বিতরণের কথা থাকলেও ১০ কেজি করে গম দেয়া হয়। এসময় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, মেম্বর ও চেয়ারম্যানের সাথে এলাকাবাসীর সংর্ঘষে মোসলেম উদ্দীন, হারুন, আতোয়ার, কাফি সরদার, শাকিব, আব্দুল শাফি, মোহাম্মাদ হারুন, জামিউলসহ ৮ থেকে ১০ জন আহত হয়। ২৮ জুন বুধবার বিকালে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের নিকট বিচারের দাবীতে এ বিষয়ে লিখিত একটি অভিযোগ করেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের নিকট জানতে চাইলে বলেন, ঘটনাটি জানতে পেরে তিনি ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছি।
পরে পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মো. তাজুল ইসলাম সরেজমিনে তদন্ত করে বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন যার মামলা নম্বর ৩৭।

      
      
      



    দিনাজপুর-৫ মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু’র সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়    
    পার্বতীপুরে মেধাবৃত্তি পরীক্ষায় ল্যাপটপসহ ২ লক্ষ টাকার পুরুষ্কার    
    পার্বতীপুরে ধর্ষণ চেষ্টায় জামাই গ্রেপ্তার শাশুড়ির অভিযোগ    
    বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর বিদ্যুৎ উৎপাদনে ফিরল    
    পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই    
    পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১শত একর বনভূমি দখল    
    র্যাব-১৩ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার-২    
    পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ    
    পার্বতীপুরে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ    
    মধ্যপাড়া পাথর খনিতে বিস্ফোরক সংকট উত্তোলন বন্ধ