রবিবার ● ৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্গম এলাকার জনসাধারনের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে : লেঃ কর্নেল আতিক চৌধুরী
দুর্গম এলাকার জনসাধারনের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে : লেঃ কর্নেল আতিক চৌধুরী
বরকল প্রতিনিধি :: (২০ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৬মি.) দুর্গম এলাকার জনসাধারনের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানিয়ে বিজিবি’র হরিণা জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল মো আতিক চৌধুরী, বিএসপি বলেন দুর্গম এলাকার জনসাধারণ যাতে চিকিৎসা সেবা সহজে পেতে পারে, তার জন্য বিজিবি’র হরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। রাঙামাটি জেলার বরকল উপজেলার এ্যারাবুনিয়া বাজার এলাকায় আজ রবিবার ৪ মার্চ বর্ডার গার্ড বাংলাদেশ ১২বিজিবি’র ছোটহরিণা জোন এর পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন কালে তিনি একথা বলেন ।
১২ বিজিবি’র হরিণা জোন এর মেডিকেল অফিসার মেজর মো. ফায়সাল উপস্থিত থেকে দুস্থ্য রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় এলাকার ৯২ জন নারী পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা জনসাধারণ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন দুর্গম এলাকায় আমরা দীর্ঘ দিন যাবৎ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলাম। বর্তমানে বিজিবি’র হরিণা জোন এর মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে দুর্গম এলাকায় আমরা চিকিৎসা সেবা পাচ্ছি । এছাড়াও বিজিবি বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্পেইন করে অসুস্থ্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে যে ভূমিকা রেখেছেন তা অত্যন্ত প্রশংসনীয়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন