শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » শীতের আগমন কারিগররা লেপ তোষক তৈরীতে ব্যস্ত
শীতের আগমন কারিগররা লেপ তোষক তৈরীতে ব্যস্ত

আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি:: বগুড়া জেলাসহ গাবতলী উপজেলার ১১টি ইউনিয়নে শীত পড়তে শুরু করেছে৷ ফলে ভোরে কুয়াশা, দিনের বেলা ঠান্ডা বাতাস, রাঁতে শীত অনুভূত হচ্ছে৷ শীতের আগমনে লেপ-তোষকের কারীগররা প্রতিদিন ও রাঁতে ক্রেতাদের অর্ডার নেওয়া লেপ তোষক তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন৷ এমনকি রাঁতে গ্রামের বধুঁরা লেম্প (বাঁতি) জ্বালিয়ে সেই আলোতে তৈরী করছেন লেপ ও তোষক৷ উপজেলার হাট-বাজার ও মার্কেটগুলোতে গরম কাপড় কেনা বেচা হচ্ছে৷ ফলে গরম কাপড়ের দোকানে বেড়েছে ক্রেতাদের আগমন৷ নিম্ন বিত্তরা শীত থেকে রক্ষা পেতে মহিলাদের মোটা কাপড়ের নকশীকাঁথা তৈরীর কাজ করছে৷ আবার অনেক ধনী পরিবার নকশী কাঁথা তৈরীর জন্য গ্রামের অসহায় মহিলাদের চুক্তি করে টাকা দিয়ে কাঁথা তৈরী করে নিচ্ছেন৷ তবে এ শীতের শুরুতেই গরম কাপড় ও লেপ তোষকের দাম বেড়েছে ৷ উপজেলার রামেশ্বরপুর আকন্দপাড়ার গ্রামের বিধবা ওবেদা বেগম বলেন, লেপের দোকানে গিয়েছিলাম৷ দাম বেশি চাওয়ায় নিজের বাড়ীতে লাল কাপড়, তুলা, সুই-সুতা দিয়ে লেম্প (বাঁতি) জ্বালিয়ে রাঁতে লেপ তৈরীর কাজ করছি৷ কৈঢোপ আবাসন প্রকল্পের ভূমিহীন জুয়েল রানা জানান, আমরা গরীব মানুষ, লেপ তৈরীর জন্য ইরিধান কাঁটার কাজ করে টাকা সংগ্রহ করছি৷ দেখী লেপ তৈরী করতে পারি কি না৷ দক্ষিনপাড়ার দরিদ্র বুলু মিয়া বলেন, আমার স্ত্রী ছিড়া শাড়ী ও পুরাতন কাপড় দিয়ে কাঁথা তৈরী করছে৷ লেপ কোথায় পাব বা-হে৷ পলস্নী ডাক্তার এ.বি.এম আবু সাঈদ জানান, শীতের কারণে ছোট শিশু ও বৃদ্ধদের সর্দি কাশি, শ্বাস কষ্টসহ নানা রোগে আক্রানত্ম হয়ে থাকে৷ এশীতে দুঃস্থ মানুষদের পাশে দাড়ানোর জন্য বিত্তবানদের আহব্বান জানান তিনি৷ গরিবদের জন্য শীতবস্ত্র বিতরনে সরকারী ও বে-সরকারী উদ্যোগ প্রয়োজন৷ কাগইল বাজারে লেপ তোষক কারীগর ইউনুছ আলী জানান, শীত আগমনের শুরুতে ব্যাপক অর্ডার পাচ্ছি৷ ফলে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে ৷ ১টি লেপের মজুরী ২শ৫০থেকে ৩শ৫০টাকা ৷ তোষক ২শ থেকে ৩শ টাকা৷ ১টি তুলার লেপ ১হাজার টাকা থেকে ৩হাজার ও তোষক ১হাজার থেকে ৩হাজার টাকা পর্যনত্ম বিক্রি হচ্ছে৷ তিনি আরও জানান, হিমেল হাওয়া ও শীত যতই বাড়বে বিক্রি ততই বেড়ে যাবে৷ গতবছরের চেয়ে এবছরে কাপড় ও তুলার দাম একটু বেশি৷





মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার