শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ২০১৬ সালের বিশ্ব ইজতেমাকে সফল করতে ময়দানের প্রস্তুতি কাজ এগিয়ে চলছে ৷ কাজে অংশ নিতে ছুটে আসছে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলি্ল ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷ প্রতিদিন শত শত মানুষ বিশ্ব ইজতেমা ময়দানে প্যান্ডেল প্রস্তুতির কাজে অংশ নিচ্ছে ৷
১১ ডিসেম্বর শুক্রবার ছুটির দিন হওয়ায় ভোর থেকে ইজতেমা ময়দানে রাজধানী ও আশপাশের এলাকা থেকে নানা বয়সের লোকের সমাগম ঘটে৷ ইজতেমা ময়দানে এখন রাতদিন চলছে প্রস্তুতির কাজ ৷
টঙ্গীর তুরাগ তীরে আগামী ২০১৬ সালের ৮ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী প্রথম পর্ব এবং ৪ দিন বিরতি দিয়ে ১৫ থেকে ১৭ জানুয়ারী দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে৷ এবারই প্রথম ৬৪ জেলাকে ২ ভাগে ভাগ করা হয়েছে৷ এই প্রথম ৩২ জেলার তাবলীগ জামাতের মুসলি্লরা বিশ্ব ইজতেমায় শরিক হবেন৷ বাকি ৩২ জেলার মুসল্লীরা আগামী ২০১৭ সালের ইজতেমায় শরীক হবেন৷
বিশ্ব ইজতেমার প্রস্তুতিবিষয়ক জিম্মাদার গিয়াস উদ্দিন আহমেদ জানান, ইজতেমা উপলক্ষে তুরাগ নদীর পারে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে৷ ১৬০ একর এলাকাজুড়ে বাঁশ স্থাপনের পর এখন প্যান্ডেল তৈরির কাজ চলছে৷ খুটির উপর এখন সামিয়ানার কাজ করা হচ্ছে৷ প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা দলবেঁধে ইজতেমা ময়দানে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে৷ ইজতেমার নিয়মানুযায়ী যাবতীয় কাজ সম্পন্ন করতে তাবলিগ জামাতের অনুসারী ছাড়াও বিভিন্ন পেশা ও বয়সের লোকজন প্রস্তুতিকাজে অংশ নেয়৷
তিনি আরো বলেন, জায়গা সঙ্কুলানের অভাবে এই প্রথমবার দেশের ৬৪ জেলাকে সমান দুইভাগে ভাগ করা হয়েছে৷ এবারই প্রথম ২০১৬ সালে ৩২ জেলার তাবলীগ জামাতের মুসল্লীরা এবং ২০১৭ সালে বাকি ৩২ জেলার মুসলি্লরা ইজতেমায় শরিক হবেন৷ মাঠের পশ্চিম-উত্তর দিকে আন্তর্জাতিক নিবাস তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে৷ এ ছাড়া স্যানিটারি, গ্যাস, বিদ্যুত্ সংযোগসহ অন্য কাজ সম্পন্ন করতে কয়েকটি জামাতকে দায়িত্ব দেয়া হয়েছে জোড় ইজতেমার পর থেকে বিভিন্ন জেলার শতাধিক জামাত মাঠের কাজে নিয়োজিত করা হয়েছে৷
শুক্রবার সকালে ময়দানে স্বেচ্ছায় কাজ করতে আসা মুসলি্লরা বলেন, প্রতি বছর লোকসংখ্যা বাড়ে কিন্তু জায়গা বাড়ে না৷ তাই মুসলি্লদের চলাচলের সুবিধার্থে ময়দানের পাশে বাটা ফ্যাক্টরি, টিএসসি, এটলাস হোন্ডা, আশরাফ সেতু, সেনা কল্যাণ ভবনের পরিত্যক্ত সরকারি জমি ইজতেমা ময়দানের নামে বরাদ্দ দেয়ার জন্য তারা দাবি জানান৷
গাজীপুর-২ আসনের এমপি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল বলেন, ময়দানে আসা মুসলি্লদের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়দানের অবকাঠামো উন্নয়নে এ পর্যন্ত ১১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন৷ যার কাজ চলমান রয়েছে৷ গাজীপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এবারও ৩ তলা বিশিষ্ট নতুন ৫ টি টয়লেট ভবন তৈরী করছেন৷
গাজীপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নিবার্হী প্রকৌশলী মো. মোস্তফা জানান, বিশ্ব ইজতেমা শুরুর আগেই এসব ভবনের কাজ সমাপ্ত হবে৷





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন