শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » গাজিপুর » ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
রাজীব দে, ঢাকা :: পানাম গ্রুপের সাভারের আশুলিয়া ফ্যাক্টরীর “বার্ষিক আনন্দ উৎসব-২০২৬” উপলক্ষে ১১ ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) সাভারের আশুলিয়ার খেজুর বাগানের সপ্নপুরী উঠানে আনন্দের সাথে উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানাম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার, ই ডি বলরাম রায় চৌধুরী, ই ডি এনামুল হক সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
পানাম গ্রুপের এমডি অমল পোদ্দার আলাপে বলেন,এই বাষিক আনন্দ উৎসবটি করি মুলত সারাবছর শ্রমিকরা কারখানায় কাজ করে।নতুন বছরে তারা যেন আনন্দ ভাগাভাগি করে নেয়।তাই তাদের যেন কাজের প্রতি আগ্রহ থাকে।কারখানার সকল শ্রমিকদের এবং তাদের পরিবারের জন্য প্রতিবছর এই আনন্দ উৎসব এর আয়োজন করে থাকি।
অনুষ্ঠানে আগত চট্টগ্রাম এর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ স্কলারশিপ নিয়ে অধ্যয়ন রত আফরোজা আক্তার নীলা বলেন,আমি পানাম গ্রুপে কোয়ালিটি ইনস্পেক্টর হিসেবে চাকরী করতাম।বর্তমানে আমার লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে পানাম গ্রুপের সম্মানিত এমডি অমল পোদ্দার। বর্তমানে পানাম গ্রুপে চাকরি না করে ও আমাদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে তারা।যতদিন আমাদের লেখাপড়া শেষ না হবে ততদিন পর্যন্ত আমাদের লেখাপড়া চালিয়ে যাবে।আমি চাকরি না করার পরে ও স্বনামধন্য প্রতিষ্ঠানটি প্রতিমাসে আমাকে বেতন দিচ্ছে এবং আমার সম্পূর্ণ লেখাপড়ার দায়িত্ব নিয়েছে।তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আলাপে শেরপুর এর সাবিনা ইয়াসমিন বলেন,আমি পানাম গ্রুপে জুনিয়র কোয়ালিটি ইনস্পেক্টর হিসেবে চাকরী করতাম।বর্তমানে আমার লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে পানাম গ্রুপ।আমি বর্তমানে পানাম গ্রুপে চাকরি না করে ও আমার লেখাপড়ার খরচ বহন করছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান পানাম গ্রুপ।যতদিন আমার লেখাপড়া শেষ না হবে ততদিন পর্যন্ত আমার লেখাপড়া চালিয়ে যাবে।আমি চাকরি না করার পরে ও প্রতিষ্ঠানটি প্রতিমাসে আমার বেতন দিচ্ছে এবং সম্পূর্ণ লেখাপড়ার দায়িত্ব নিয়েছে। আমি পানাম গ্রুপের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ও এমডি স্যারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।অনুষ্ঠানে পানাম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্চে আফরোজা এবং নীলা দুইজনকে পানাম গ্রুপের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করে।
অদ্য বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় কুরআন ও গীতা পাঠের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান এর ১ম পর্ব শুরু হয়।সকাল ১০ ঘটিকার সময় কারখানার সকল অংশগ্রহণ কারীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।মধ্যাহ্নভোজ এবং প্রার্থনার বিরতি দেয়া হয়।
সকালবেলা অনুষ্ঠানের শুরুতে পানাম গ্রুপের আশুলিয়া ফ্যাক্টরির সাড়ে ৮ হাজার কর্মকর্তা,কর্মচারী ও শ্রমিকদের মাঝে ও আগত অতিথিদের সকাল ৮ ঘটিকার সময় নাস্তা বিতরণ ও দুপুর ২ ঘটিকার সময় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
দুপুর ৩ ঘটিকায় আমন্ত্রিত শিল্পী এবং ব্র্যান্ড শিল্পীদের নিয়ে ডিজে কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান এর ২য় পর্ব অনুষ্ঠিত হয়।কারখানার ফায়ার সেফটি গ্রুপকে রানার্স আপ পুরস্কার প্রদান করা হয়।সন্ধ্যা ৬ ঘটিকা র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং
পরে রাত ৮ ঘটিকার সময় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান এর সমাপনী হয়।





গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’