রবিবার ● ২৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে অফিস সহকারী হাতে মাদ্রাসার অধ্যক্ষ
পার্বতীপুরে অফিস সহকারী হাতে মাদ্রাসার অধ্যক্ষ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (১১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল সন্ধ্যা ৭.৪৯মি.) দিনাজপুর পার্বতীপুরের আরজীদেবীপুর শিয়াল কোট আলীম মাদ্রাসার অফিস সহকারীর হাতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে মাদ্রাসা চলাকালে অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিকার চেয়ে গত ২২ মার্চ বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, মাদ্রাসা কমিটির সভাপতি তোহরাব আলী শাহ মাদ্রাসা পরিচালনা কমিটির নতুন নির্বাচন নিয়ে পরামর্শ করতে ওই দিন বেলা ১টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে যান। এসময় মাদ্রাসার অফিস সহকারী মোজাম্মেল হক ও তার বড় ভাই মেনহাজুল ইসলামের নেতৃত্বে ভাইপো হারুনুর রশিদ ও প্রতিবেশী রেজাউল আলম রেজাসহ ৪-৫ ব্যক্তি তাদের উপর চড়াও হন। উভয় পক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলাকারীদের হাতে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তোহরাব আলী শাহ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ কাইয়ুম লাঞ্চিত হন। এসময় শোরগোল শুনে স্থানীয় লোকজন ঘটনা স্থলে পৌঁছে উভয় পক্ষকে নিবৃত্ত করেন।
এ ব্যাপারে গতকাল শনিবার বেলা আড়াই টায় সরেজমিন ঘটনা স্থলে গিয়ে ঘটনা সম্পর্কে মাদ্রাসার শিক্ষক-কমচার্রীদের সাথে কথা হয়। শিক্ষক-কর্মচারীদের অনেকে এ ঘটনার সত্যতা স্বীকার করলেও অভিযুক্ত অফিস সহকারী মোজাম্মেল হক দাবী করেন, অধ্যক্ষ ও সভাপতির সাথে মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটি হয়েছে। তবে কেউ লাঞ্চিত হওয়ার কোন ঘটনা ঘটেনি।
আরজি দেবীপুর শিয়াল কোট আলীম মাদ্রাসার অফিস সহকারীর হাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতি লাঞ্চিত হওয়ার অভিযোগের ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।





মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা
পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত
পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১
পার্বতীপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন
বড়পুকুরিয়া খনির কয়লা খোলাবাজারে বিক্রির দাবিতে সংবাদ সম্মেলন
পার্বতীপুরে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা
সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে : বিএফইউজে সভাপতি
পার্বতীপুরে শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পার্বতীপুরে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহা সড়ক অবরোধ