মঙ্গলবার ● ৮ মে ২০১৮
প্রথম পাতা » গুনীজন » ঝালকাঠিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত
ঝালকাঠিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত
ঝালকাঠি প্রতিনিধি :: (২৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১২মি.) ঝালকাঠিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আতাহার মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহামুদ হাসেন (পিপিএম সেবা), সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রমুখ আলোচনায় অংশ নেন।
এর আগে মানুষের ধর্ম : রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে শিলাই দাহের প্রভাব শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড.কামরুন্নেছা আজাদ।
অপরদিকে, কবি কামিনী রায় ও জীবনান্দ দাস সৃতি সংরক্ষন আন্দোলন পরিষধের উদ্যোগে সংগঠনের নেতাকর্মিরা স্থানীয় টাউন হলে বেলা ১২ টার দিকে কেক কেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করেন। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করেছে।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু