মঙ্গলবার ● ১৯ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হরিনা জোনের উদ্দ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৩২টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
হরিনা জোনের উদ্দ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৩২টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
বরকল প্রতিনিধি :: (৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১০.১৪মি.) রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়, অসুস্থ, দুস্থ ব্যক্তিরা বিভিন্ন পাহাড়ের টিলা, স্কুল ও মাদ্রাসায় আশ্রায় গ্রহন করেছে। হরিনা জোনের উদ্দ্যোগে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত ২৩২টি পরিবারের মাঝে চাল, ডাল ও নগদ টাকা বিতরণ করা হয়।
গতকাল ১৮ জুন সোমবার সকাল ভূষণছড়া সাব জোন সদর ও ত্র্যারাবুনিয়া সাব জোন সদর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করেন ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল মো. আতিক চৌধুরী বিএসপি।
এ সময় উপস্থিত ছিলেন হরিণা জোন এর মেডিক্যাল অফিসার, সুবেদার মেজর,ভূষণছড়া সাব জোনের জোন কমান্ডার নায়েব সুবেদার মো. জাহাঙ্গীর মন্ডল,এ্যারাবুনিয়া সাব জোনের জোন কমান্ডার সুবেদার মো. জহিরুল ইসলাম, এলাকার ইউপি সদস্য, কারবারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ নিতে আসা মো. দেলুয়ার মিয়া (৬২) ও কেচিং চাকমা (৬০) বলেন, বন্যার পানি বেশি হওয়ায় আমাদের প্রত্যন্ত অঞ্চলে শিশু হতে বৃদ্ধ পর্যন্ত সমস্যায় পড়েছে। হরিণা জোন আমাদের ত্রাণ বিতরন করে যে ভূমিকা রেখেছেন তা অত্যান্ত প্রশংসনীয়।
বিতরণ কালে জোন কমান্ডার বলেন, রাঙামাটি পার্বত্য জেলার শান্তি, সম্প্রীতি ও উন্নায়নে হরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা ধারাবাহিকতায় এই বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ ও নগদ টাকা প্রদান করার উদ্যোগ নিয়েছি। হরিণা জোনের জোন এর অধিনস্থ প্রতিটি এলাকায় এবং পরিবারকে ত্রাণ প্রদান করা হবে।





কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা