শনিবার ● ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ডা. নিহারেন্দু তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত
রাঙামাটিতে ডা. নিহারেন্দু তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :: (২০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৭ মি.) প্রথিতযশা চিকৎসক, সাবেক সিভিল সার্জন, বরেণ্য মানবহিতৈষী, নিবেদিতপ্রাণ সমাজ-সংগঠক,আন্তধর্মীয় সংহতি ও সম্প্রীতির বলিষ্ঠ প্রবক্তা, সদ্ধর্মের একনিষ্ঠ হিতসাধনকারী, সর্বজন শ্রদ্ধেয় বৌদ্ধ ব্যক্তিত্ব মানবতাবাদী ডাক্তার নীহারেন্দু তালুকদার বর্ণাঢ্য কর্মময় জীবন ও পুণ্য স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগষ্ট শুক্রবার বেলা ২টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটির প্রধান কার্যালয়ের মাইনী মিলনায়তনে এক স্মরণসভা আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাঙামাটি অঞ্চলের সভাপতি ডাক্তার সুপ্রীয় বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি মহাথের, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর যুগ্ন মহাসচিব প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, রাঙামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার যুব সংঘের সভাপতি পুষ্পেন বড়ুয়া কাজল, দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ এ.কে.এম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন উপ-পরিচালক ডা. সমর কুমার বড়ুয়া ও রাঙমাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাবেক সভাপতি প্রদীপ বড়ুয়া।
তার স্মরণসভায় মঙ্গলচরণ করেন শংকর প্রসাদ বড়ুয়া, শোকসংগীত পরিবেশন করেন উদয়ন বড়ুয়া ঝন্টু ও পম্পি বড়ুয়া, শোক প্রস্তাব পাঠ করেন রবীন্দ্র লাল বড়ুয়া।
স্মরণসভা সঞ্চালনা করেন শিক্ষক তপন কান্তি বড়ুয়া ও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন