সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বগুড়া » বগুড়া-৭ আসন : শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন
বগুড়া-৭ আসন : শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন
বগুড়া প্রতিনিধি :: গতকাল রবিবার বগুড়ার-৭ (গাবতলি-শাজাহানপুর) আসনে শান্তিপূর্ণভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে। তবে বিচ্ছিন্ন ভাবে কয়েকটি কেন্দ্রে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানাগেছে। পুলিশের ফাঁকা গুলি ছোঁড়া ও বিএনপি সমর্থিত প্রার্থীর ট্রাক প্রতীকের পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার ও ট্রাক প্রতীকের পুলিং এজেন্ট অভিযোগ করে বলেন, শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা মাদ্রাসা ভোট কেন্দ্রে বেলা পৌনে ১১ টার দিকে ৪ রাউন্ড ফাঁকাগুলি করে পুলিশ। এ সময় আতংকে ভোটাররা কেন্দ্র ত্যাগ করেছে। পরবর্তিতে পরিবেশ স্বাভাবিক হলে পুনরায় ভোট গ্রহন শুরু হয়। এছাড়াও শাজাহানপুর উপজেলার চুপিনগর উচ্চ বিদ্যালয়, রানীরহাট উচ্চ বিদ্যালয়, শাবরুল আস্থানশরীফ দাখিল মাদ্রাসা, বড় পাথার উচ্চ বিদ্যালয়, খরনা ইউনিয়ন পরিষদ কেন্দ্র, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে।
এদিকে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বগুড়া-৭ (গাবতলি-শাজাহানপুর) আসনের অন্যান্য কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়েছে।
শাজাহানপুর উপজেলার বড়পাথার উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক রেজাউল করিম বাবলুর (ট্রাক মার্কা) পুলিং এজেন্ট সোহাগকে স্বাক্ষর নিয়ে বের করে দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, উপজেলার সাজাপুর ফুলতলা মাদ্রাসা কেন্দ্রে ফাঁকাগুলি বর্ষণের কোন ঘটনা ঘটেনি।
ভোটারদের সঙ্গে আলোচনা করে জানাগেছে, বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের সতন্ত্র প্রার্থী সাংবাদিক রেজাউল করিম বাবলু, মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকের এ্যাড.মুহাম্মদ আলতাফ আলী ও গাবতলি উপজেলা আ.লীগের সভাপতি আজম খানের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আরা খানের ডাব প্রতীকের মধ্যে চূড়ান্ত লড়াই হবে।





গাবতলীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা
শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গাবতলীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অনুষ্ঠিত
গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
শাজাহানপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা লালু
বগুড়ায় ড. জান্নাতুল ফেরদৌস রুহের মাগফিরাত কামনা