শুক্রবার ● ১ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » রাজশাহী » পাবলিক বিশ্ববিদ্যালয়ে রি-এডমিশন বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে রি-এডমিশন বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি :: ঢাবি,রাবি,চবি,জবিসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে রি-এডমিশন (সেকেন্ড টাইম) পরীক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে রাজশাহীতে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল দশটায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এটি পালন করে সাধারন শিক্ষার্থীরা।
মো. ওলিউল হকের নেতৃত্বে হওয়া মানববন্ধনটিতে রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পুনরায় পরীক্ষা (রি-এডমিশন) পদ্ধতি বাতিল করার প্রতিবাদ জানানো হয়।
শিক্ষার্থীদের দাবি, সকল পাবলিক ভার্সিটিতেই যেন পুনরায় পরীক্ষা (রি-এডমিশন) পদ্ধতি বহাল থাকে।
তাদের যুক্তি, শিক্ষকরা আমাদের শিক্ষা দেন ‘একবার না পারিলে দেখ শতবার’। তাহলে আমরা একবার ব্যর্থ হয়েছি বলে কেন দ্বিতীয়বার সুযোগ পাবনা? অবশ্যই আমাদের স্বপ্ন পূরণে আমরা দ্বিতীয়বার সুযোগ চাই।
তাদের প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করেই কেন রি-এডমিশন বাতিল করা হলো? অথচ আগের বছরও সেটা চালু ছিল। সেই সুবাদে গত বছরের ৭৫% শিক্ষার্থী চান্স পেয়েছে। তাদের জন্য আমরা ছিটকে গেছি। তাহলে আমরা কেন বঞ্চিত ?
তারা আরও প্রশ্ন তোলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ থাকলেও এখানে কেন বৈষম্য করা হচ্ছে?
শিক্ষামন্ত্রণালয়ে জমা দেয়া স্মারকলিপিতে অধিকার ফিরিয়ে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করে মানববন্ধন কর্মসূচী সমাপ্ত করেন ভার্সিটির স্বপ্ন লালন করা শিক্ষানগরীর একঝাঁক মেধাবী শিক্ষার্থী।





রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী’র সমাপনী
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা
গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন
মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক
গুরু শিষ্যের প্রেমময় জীবন
অতিরিক্ত ভালোবাসা ঠিক নয়
অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা
রাজশাহীতে শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা কার্যক্রম চলছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক