বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে
অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে
সিরাজগঞ্জ প্রতিনিধি :: কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশের বাইরে অবস্থান করার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতির মেয়ে ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনার বিরুদ্ধে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পৌর এলাকার দত্তবাড়ী মহল্লার আব্দুর রহিম নামে এক ব্যক্তি গত ১৩ মার্চ লিখিত অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা সরকারের অনুমতি ছাড়াই দেশের বাইরে ইন্ডিয়াতে অবস্থান করছেন। এর আগেও তিনি বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণ করেছেন।
বৃহস্পতিবার ১৬ মার্চ দুপুরে অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান জানান, আজকেই আমি অভিযোগের কপিটি হাতে পেয়েছি। তিনি ছুটির আবেদন করেননি। তবে বিষয়টি স্থানীয় সরকার বিভাগ দেখে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ মার্চ থেকে ভারতে গমন করেন হাসনা হেনা। ভারতের সিকিম রাজ্যের পাহাড়ের পাদদেশে তোলা নিজের একাধিক ছবি তার ফেসবুকে গত ১১ মার্চ পোস্ট করেন তিনি।
এসব বিষয়ে জানতে চাইলে অধ্যাপক হাসনা হেনা বলেন, আমি বোনের চিকিৎসার জন্য মাঝে মধ্যেই ভারতে যাই। আমার যেহেতু গৃহিনী ভিসা, সেহেতু কোন ছুটি লাগে না। ৮ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত তিনি ভারতে অবস্থান করেছেন বলে জানান। ১১ তারিখেই সিরাজগঞ্জে ফিরেছেন। উপজেলা পরিষদ থেকে ছুটি না নিলেও তার কর্মস্থল আলিয়া মাদ্রাসা থেকে ছুটি নিয়েছেন বলে দাবী করেন তিনি। তিনি আরও বলেন, কোটি কোটি টাকা লুট করছে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ ওঠে না, আর আমার বিরুদ্ধে কেন অভিযোগ ওঠে সেটা আমি বুঝি।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা নিয়মিত অফিসে আসেন না। গত ৭/৮ দিন ধরে তিনি অফিসে নেই।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. তোফাজ্জল হোসেন বলেন, উপজেলা পরিষদের কাছে ছুটি নেয়ার কথা। জানতে হবে সেখানে ছুটির দরখাস্ত দিয়েছেন কিনা। যদি সেটা না দিয়ে থাকেন, তাহলে তো ছুটি নেননি। তবে বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন বলে জেনেছি।





আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু
কাইন্দ্যা এগজ্যাছড়িতে মহা সংঘদান পূণ্যানুষ্ঠানে জুঁই চাকমার অংশ গ্রহন
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা