শনিবার ● ৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভা
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভা

ঢাকা প্রতিনিধি :: শনিবার জিানুয়ারী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে জাতীয় বেতন কমিশনের সাথে সঙ্গতি রেখে শ্রমিক-কর্মচারীদের জন্য জাতীয় মজুরী কমিশন গঠন করে শ্রমিক-কর্মচারীদের বাঁচার মত মজুরী বৃদ্ধির দাবি জানানো হয়েছে এবং বলা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিক-কর্মচারীদের মজুরী বৃদ্ধি জরুরী হয়ে দাঁড়িয়েছে। প্রস্তাবে অনতিবিলম্বে এ ব্যাপারে কার্যকরি উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়েছে।
সভার প্রস্তাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বেতন ও প্রটকল বৈষম্য দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় এবং বলা হয় অর্থমন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য ও আচরণের কারণে পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে জটিল করে তোলা হয়েছে। প্রস্তাবে শিক্ষকদের যৌক্তিক দাবিসমূহ মেনে নিয়ে সমাজে তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।পার্টির সভাপতিমন্ডলীর সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, রাজবিহারী দাস, সজীব সরকার রতন, শাহাদাৎ হোসেন খোকন, ফিরোজ আহমেদ, শাহাদাৎ হোসেন শান্ত প্রমুখ।
সভায় পার্টির সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
সভায় গৃহীত অপর এক প্রস্তাবে হবিগঞ্জে চা শ্রমিকদের কৃষি আবাদি জমি অধিগ্রহণ করে ‘বিশেষ অর্থনেতিক অঞ্চল’ গড়ে তোলার অপতৎপরতা থেকে সরে আসার জন্য সরকারে প্রতি আহ্বান জানানো হয়।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর