

বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » জাতীয় » প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার আনছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত আচরণবিধিতে প্রার্থীদের প্রচারণা ইসির সরাসরি তত্ত্বাবধানে রাখার পাশাপাশি দলের কাছ থেকে প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) নেতৃত্বে গঠিত জেলা কমিটিও বাতিল করা হয়েছে।
বুধবার ২১ মে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসির পঞ্চম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, ২০২৫ সালের জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা সংক্রান্ত দুটি নীতিমালার খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কমিটি আরও পর্যালোচনার মাধ্যমে এসব নীতিমালার চূড়ান্ত রূপ নির্ধারণ করবে।
সানাউল্লাহ জানান, নতুন আচরণবিধিতে ইসির তত্ত্বাবধানে প্রচারণা, সোশাল মিডিয়া ব্যবস্থাপনা, দল ও প্রার্থীর প্রত্যয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতাসহ বেশ কয়েকটি নতুন দিক অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ইভিএম বাদ দেওয়ায়, সেই সংশ্লিষ্ট সব বিষয় বাতিল করা হয়েছে।
ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে ইসির নিজস্ব কর্মকর্তা এবং অবকাঠামো ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে পূর্বের ডিসি-এসপিদের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়েছে, যা নিয়ে অতীতে রাজনৈতিক প্রভাব ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
ইসি সূত্র জানায়, নীতিগত অনুমোদনের পর খসড়াগুলো চূড়ান্ত হলে প্রয়োজনীয় গেজেট প্রকাশ করা হবে। তবে সংস্কার কমিশনের সুপারিশ এবং সংশোধনী অন্তর্ভুক্তির প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত গেজেট প্রকাশ অপেক্ষায় থাকবে।
এই সিদ্ধান্তগুলো নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও ইসির পূর্ণ নিয়ন্ত্রণাধীন করতে সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।