

বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ঢাকা » অধ্যাপক মাহফুজা খানম এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
অধ্যাপক মাহফুজা খানম এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
আজ ১৩ আগষ্ট বুধবার বেলা ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকসুর সাবেক নারী ভিপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম এর মরদেহে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
এসময় তিনি গণমাধ্যমে বলেন, মাহফুজা খানম ছিলেন তাঁর সময়কার একজন আইকনিক নারী। অধ্যাপক মাহফুজা খানম ছিলেন একজন বহুমাত্রিক মানুষ।
ছাত্র আন্দোলনের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শিশু কিশোর ও সাংগঠনিক আন্দোলনের সংগঠক হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বলেন, তাঁর মৃত্যুতে দেশ তার একজন অকৃত্তিম সেবককে হারালো এবং দেশের মানুষ হারিয়েছে তাদের এক পরম বন্ধুকে । তাঁর এই শূন্যতা সহজে পুরণ হবার নয়।
মাহফুজা খানমের প্রতি শ্রদ্ধা জানাতে এসময় আরো উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মুশতাক, যুব নেতা বাবর চৌধুরী, ছাত্র নেতা জুনায়েদ হোসেন ও মারুফ হোসেন প্রমুখ।