বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটি :: রাঙামাটিতে আরম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের ইতিহাস ও ঐতিহ্যের গৌরবোজ্জ্বল ধারক-বাহক, প্রাচীনতম ও পাঠকনন্দিত জাতীয় দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দৈনিক ইত্তেফাকের ৭৩ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে ও আলোচনা সভা করে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
রাঙামাটি শহরের স্থানীয় একটি রেস্তোরায় বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. জসিম উদ্দিনের স্বাগত বক্তব্য ও সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ইত্তেফাকের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ,হাবিব আজম, রাঙামাটি টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এস,এম শামশুল আলম, দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক,সুজনের রাঙামাটি জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার,রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, দৈনিক গিরিদর্পণ ভারপ্রাপ্ত সম্পাদক নন্দন দেবনাথ, রাঙামাটি নাগরিক সমাজের প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুন্না, আইয়ুব চৌধুরী, ইন্দ্র দত্ত চাকমা, রাঙামাটির পত্রিকা এজেন্ট প্রার্থনা প্রভা দাশ, রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী,রাঙামাটি প্রতিবন্ধি স্কুলের সম্পাদক নুরুল আবছার প্রমূখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে যে নামটি সর্বপ্রথম উচ্চারিত হয় সেটি ‘দৈনিক ইত্তেফাক’। সাত দশক ধরে জাতির আশা-আকাঙ্খার প্রতিচ্ছবি হয়ে ওঠা এই পত্রিকা গণতন্ত্র, স্বাধীনতা ও সমাজ পরিবর্তনের নির্ভীক সাক্ষী। বক্তারা বলেন, বরাবরের মতোই আগামী দিনেও দৈনিক ইত্তেফাক পার্বত্য এলাকার ইতিহাস ঐতিহ্য প্রচার ও সংকট বঞ্চনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে ভুমিকা রাখবে। বক্তারা বলেছেন, আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন থেকে আধুনিক রাষ্ট্রচিন্তা সবখানেই ‘ইত্তেফাক’-এর অবস্থান ছিল দৃঢ় ও অকুতোভয়। সাংবাদিকতার এই উৎকর্ষ ও নিরপেক্ষতা বজায় রাখা সহজ নয়। কিন্তু ‘ইত্তেফাক’ প্রমাণ করেছে সত্যের পথে অবিচল থাকলে একটি পত্রিকা জাতির পথপ্রর্শক হয়ে উঠতে পারে। আগামীতেও একই সাহস, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ‘ইত্তেফাক’ জাতির সেবা করে যাবে এই বিশ্বাস আমাদের।
বক্তারা ইত্তেফাকের এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার আহবান জানান। সুধী সমাবেশে রাঙামাটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে দৈনিক ইত্তেফাকের ৭৩তম বর্ষে শুভেচ্ছা জানান এবং কেক কাটেন।





রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
কাউখালীতে ফেরিওয়ালা নিখোঁজ