বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলা লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরাম (এলভিএমএফ) এর আয়োজনে ইয়ুথদের নিয়ে ২ দিনের এক ক্যাম্প ২২-২৩ ডিসেম্বর-২০২৫ সোমবার শুরু হয়ে মঙ্গলবার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সম্পন্ন করা হয়।
এলভিএমএফের আয়োজনে ২ দিনের ইয়ুথ ক্যাম্পের সোমবার ২২ডিসেম্বর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান।
এ সময় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. গিয়াস উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহাবুদ্দিন হোসাইন, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো আবদুল খালেক।
ইয়ুথ ক্যাম্পের ১ ম দিন রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খাসখালী রেন্জ অফিসার মো. আব্দুল জলিল, ইউএনডিপি রাঙামাটি প্রোজেক্ট সাপোর্ট এ্যাসিস্টান্ট উমাচিং মারমা, ইউএনডিপি রাঙামাটির প্রোজেক্ট সাপোর্ট এসিস্ট্যান্ট মংহ্লা অং, ক্লাইমেট চেইঞ্জ এনালিস্ট মিনহাজ মনোয়ার, সাংবাদিক মো. ওমর ফারুক।
ইয়ুথ ক্যাম্পের ২ দিন রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার নেশন ট্রেনিং কো অর্ডিনেশন অফিসার খন্দকার আবীর হোসেন নুর, ইউএনডিপি ইয়ুথ এনগেইজমেন্ট অফিসার সুমিতা রবি দাস, ইউএনডিপি ডিস্ট্রিক্ট এফএফএস অফিসার মো. মেহেদী হাসান। ইয়ুথ ক্যাম্পে মোট ৪০ জন ইয়ুথ অংশ গ্রহণ করেন বলে জানান। ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন হলে ইয়ুথদের হাতে অতিথি কতৃক সনদ পত্র ও পানির মগ তুলে দেওয়া হয়।
২ দিনের ইয়ুথ ক্যাম্পে ১ম দিন সন্ধার পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও ব্যান্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইয়ুথ ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন পিআরএলসি, ইআরআরডি- সিএইচটি। অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন।





রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
কাউখালীতে ফেরিওয়ালা নিখোঁজ