বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » পাঁচশো টাকায় জীবন বাজী ঝালকাঠিতে কৃষকের মৃত্যু
পাঁচশো টাকায় জীবন বাজী ঝালকাঠিতে কৃষকের মৃত্যু
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামে বাবু্ল মোল্লা নামের এক কৃষকের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা, বাজারের লোকজন, প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং নিহতের স্বজনদের সাথে কথা বলে যা যানা গেলো তাহলো “বৃহস্পতিবার সকালে ৪৫ বছর বয়সী কৃষক বাবুল মোল্লা নিজ বাড়ী থেকে একবস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া বাজারে আসে।
এদিন সকালে কনকনে শীতের মধ্যেও পরিশ্রমের কারণে বাবুল মোল্লা গরমে ঘেমে যায়। শীতল পানিতে খালে নেমে একশত ডুব দেয়ার কথা বলে তিনি বাজারের উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫শো টাকা বাজী ধরেন।
যেই কথা, সেই কাজ খালি গায়ে খালে নেমে একটানা ১১২টি ডুব দেয় বাবুল মোল্লা। এর পরপরই তীরে উঠে তিনি অসুস্থ হয়ে পরেন। মুহূর্তের মধ্যেই বদলে যায় চারপাশের দৃশ্যপট।
স্থানীয়রা এবং স্বজনরা তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ ও তেল গরম করে দেয়ার পরেও তার অবস্থার অবনতি হতে থাকে।
বাবুল অচেতন হয়ে পড়লে স্বজনরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি নজরুল জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিযেছে। বাবুলের এমন মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নলছিটির লঞ্চঘাটের নতুন নাম শহীদ শরীফ ওসমান বিন হাদী লঞ্চঘাট
ঝালকাঠি :: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আদিপত্যবিরোধী আন্দোলনের শহীদ নেতা শরীফ ওসমান বিন হাদীর শৈশবের স্মৃতিবিজড়িত ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে তার নামানুসারে।
এখন থেকে ওই লঞ্চঘাটের নতুন নাম ‘শহীদ শরীফ ওসমান বিন হাদী লঞ্চঘাট’।
জন্মভূমির মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা এই স্থানটি তার স্মৃতিকে সম্মান জানাতেই এই নামকরণ করা হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে অনুভূত হয়েছে গভীর আবেগ ও শ্রদ্ধা।





ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালিত
ঝালকাঠির সুগন্ধায় লঞ্চে আগুন : সেই রাতের স্মৃতি আজও কাঁদায়
ঝালকাঠিতে সাবেক মেয়র রানা আটক
ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ঝালকাঠিতে হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ
মায়ের মোবাইল আসক্তিতে শিশুর মর্মান্তিক মৃত্যু
বিজয় মেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অস্বস্তিতে দর্শনার্থীরা
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
ঝালকাঠিতে জীবন সংকটে প্রতিবন্ধী রিমন