

শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪
মো. কামরুল ইসলাম রানা :: রাঙামাটি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে তিন নারীকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার ১৬ আগস্ট ২০২৫ দুপুর ২টা দিকে রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
যৌথবাহিনী জানায়, রাঙামাটি থেকে ছেড়ে আসা সিএনজি (রেজি. নম্বর: রাঙ্গামাটি-থ ১১-১৩৪২) চট্টগ্রামগামী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশির সময় তিন নারীর শরীরে বহন করা অবস্থায় ৩১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো : মহিমা আক্তার (৩৫), শাহিনুর (৫০) ও সকিনা বেগম (৭৫)।
এ সময় সিএনজির চালক মো. রবিউল ইসলাম (২৫) কে আটক করা হয়।
মানিকছড়িতে ৩১ লিটার মদসহ আটক মহিমা আক্তার (৩৫), শাহিনুর (৫০), সকিনা বেগম (৭৫) ও এনজির চালক মো. রবিউল ইসলাম (২৫) কে আটকের বিষয়টি নিশিচত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ উদ্দিন।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওসি জানান।