বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
গাজী মো গিয়াস উদ্দিন বশির (ঝালকাঠি) প্রতিনিধি :: ঢাকার মোহাম্মদ থানার চাঞ্চল্যকর ডাবল মার্ডারের মামলার এজাহার ভুক্ত আসামী আয়েশা আক্তার (২০) কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার একটি টীম।
বুধবার ১০ ডিসেম্বর উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বামী জামাল সিকদার রাব্বিকে ও আটক করা হয়েছে। জামাল সিকদার রাব্বি ওই এলাকার জাকির সিকদারের ছেলে। মোহাম্মদপুর থানার এসি জোন আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. সহিদুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, গৃহকর্তার বাসা থেকে কিছু মালামাল সে চুরি করেছিল পরে এ নিয়ে ধস্তাধস্তি হলে সে দুজনকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে।
গ্রেপ্তারকৃত আয়েশা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে।
ঝালকাঠিতে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করেছে ডিবি পুলিশ
ঝালকাঠি :: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঝালকাঠির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
দুপুর ২টা ১০ মিনিটে ঝালকাঠি পৌরসভার বিকনা বাদামতলা খানবাড়ি ব্রীজের দক্ষিণ পাশে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. তারিফুল ইসলাম, সঙ্গে ছিলেন ডিবি পুলিশের সদস্যরা।
আটককৃতরা হলেন : মো. আরিফ খলিফা (২৮) পিতা-মৃত আব্দুল ওয়াহেদ খলিফা, মাতা-হাসিনা বেগম, সাং-খাসমহল, ৪নং ওয়ার্ড, নলছিটি পৌরসভা, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি। মো. আল আমিন খান (৩০)। তাদের দেহ তল্লাশি করে মোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ