

সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ও সিএনআরডি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
চুয়েট ও সিএনআরডি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে সেন্টার ফর নেভাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
আজ ১৮ আগস্ট সোমবার ২০২৫ সিএনআরডি এর সেন্ট্রাল ওয়ার্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলাম ও সিএনআরডি এর পক্ষ থেকে স্বাক্ষর করেন সিএনআরডি এর পরিচালক ক্যাপ্টেন মাহমুদুল হক মজুমদার।
এ সময় চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন এবং সিএনআরডি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমোডর সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এর কমোডর মো. রুহুল মিনহাজসহ সিএনআরডি এর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার করতে পারবে। এ চুক্তির ফলে দুই প্রতিষ্ঠান যৌথভাবে মেরিন ও নেভালে প্রযুক্তি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারবে। ফলে প্রযুক্তি উদ্ভাবন, জ্ঞান বিনিময় ও দক্ষ মানবসম্পদ তৈরিতে উভয় প্রতিষ্ঠান সমানভাবে লাভবান হবে।