বুধবার ● ৫ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
রাজশাহী প্রতিনিধি :: রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ বুধবার সকাল ৮টায় রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় শাহমখদুম ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদের জামাতে রাজশাহীর রাজনৈতিব ব্যক্তিত্ব, সরকারের আমলা ও অন্যান্য মানুষ নামায আদায় করেন। নামায শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।এ ছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত। রাজশাহী শান্তিপূর্ণভাবে
ঈদুল ফিতর পালিত হচ্ছে। রাজশাহী মহানগর ছাড়াও জেলার ৯টি উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয়। তবে এ সকল উপজেলায় সকাল ৯টার পরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামায শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এদিকে, বুধবার ভোর তিনটা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণের জেলার বিভিন্ন উপজেলার নির্ধারিত ঈদগাহে ঈদের নামায অনুষ্ঠিত হয়নি। বিকল্পভাবে ভাগ ভাগ করে মসজিদে ঈদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময়ে মেয়র লিটন
রাজশাহী :: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর-২০১৯ উদযাপিত হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (র:) দরগাহ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান ঈদ জামাতে নামাজ আদায় করেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়া রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহী বিভাগীয় প্রশাসক নূর-উর রহমান, জেলা প্রশাসক এস. এম আব্দুল কাদেরসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসুল্লিদের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সবাইকে ঈদ মোবারক। বৈরি আবহাওয়ার কারণে শাহমখদুম (র:) দরগাহ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলো। আপনারা দেখছেন, হযরত শাহমখদুম (র:) দরগাহ ও মসজিদের উন্নয়ন কাজ চলছে। এটি কমপ্লেক্স আকারে হচ্ছে। কমপ্লেক্সের বাকি কাজ এ বছরের শেষের দিকে শুরু হবে।
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এই পদমর্যাদা রাজশাহীর উন্নয়নে সহায়ক হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রার সাথে রাজশাহীও আরো এগিয়ে যাবে।
এদিকে ঈদের নামাজ শেষে কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মা জাহানারা জামানের কবর জিয়ার করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।





প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
আরিচা ঘাটের সেকাল আর একাল
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঝালকাঠির ২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল : ১৬ জন বৈধ
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা