শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে পুলিশি অভিযানে জুয়ারী আটক
কাউখালীতে পুলিশি অভিযানে জুয়ারী আটক
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারী ও ১ ওয়ারেন্ট ভুক্ত আসামীকে আজ শুক্রবার রাত ২টার সময় আটক করার খবর পাওয়া যায়।
কাউখালী থানার মামলা সুত্রে জানা যায়, উপজেলার রাংঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবু মিয়ার ছেলে ইদ্রিসের দোকানে দির্ঘদিন যাবত জুয়া খেলা চলে আসছিল। গতকাল রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্ল্যা পিপিএম এসআই মো. হারুন, এসআই মো. হাসান,এ্সআই মো সিরাজ ও সংঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রে ১টার সময় অভিযান চালিয়ে ইদ্রিসের দোকান ঘর হতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে হাতেনাতে আটক করেন। সে সময় দোকানদার ইদ্রিস পালিয়ে যান।
আটকৃতরা হলেন : নুরুল হক কসাই (৫৩) পিতা মৃত মোখলেসুর রহমান, মো. শওকত (২৯) পিতা মো. ছাপার হোসেন, মো. মনির হোসেন ড্রাইভার (২৯) পিতা মো. রফিক, মো. দিদারুল ইসলাম (৩৩) পিতা মো. ফসিউল আলম, মো. ইদ্রিস সওদাগর (৪২) পিতা মৃত আবু মিয়া, সর্বসাং রাঙ্গীপাড়া, কাউখালী রাঙামাটি পার্বত্য জেলা।
কাখালী থানার মামলা নং ৫, তারিখ ৩০ আগষ্ট আইও এসআই মো. হাসান। অপরদিকে রাত্রে ২টার দিকে একই এলাকায় ঘর পোড়ানো মামলার পলাতক আসামী মো. দিদার প্রকাশ বাহাদুর (২৬) পিতা মো. আবুল কালাম প্রকাশ কালাম হুজুর সাং রাংঙ্গীপাড়া আমতল, কাউখালী রাঙামাটি পার্বত্য জেলা।
সিআর-১৩২/১৯ইংরেজি কে কাউখালী থানা পুলিশ আটক করেন। আটককৃতদের আজ ৩০ আগষ্ট শুক্রবার রাঙামাটি জেলা কারাগারে প্রেরণ করেন বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্ল্যা পিপিএম নিশ্চিত করেন।





মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা
পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের চরণস্পর্শে ধন্য ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার