শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে পুলিশি অভিযানে জুয়ারী আটক
কাউখালীতে পুলিশি অভিযানে জুয়ারী আটক
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী থানা পুলিশের অভিযানে ৫ জুয়ারী ও ১ ওয়ারেন্ট ভুক্ত আসামীকে আজ শুক্রবার রাত ২টার সময় আটক করার খবর পাওয়া যায়।
কাউখালী থানার মামলা সুত্রে জানা যায়, উপজেলার রাংঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবু মিয়ার ছেলে ইদ্রিসের দোকানে দির্ঘদিন যাবত জুয়া খেলা চলে আসছিল। গতকাল রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্ল্যা পিপিএম এসআই মো. হারুন, এসআই মো. হাসান,এ্সআই মো সিরাজ ও সংঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রে ১টার সময় অভিযান চালিয়ে ইদ্রিসের দোকান ঘর হতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে হাতেনাতে আটক করেন। সে সময় দোকানদার ইদ্রিস পালিয়ে যান।
আটকৃতরা হলেন : নুরুল হক কসাই (৫৩) পিতা মৃত মোখলেসুর রহমান, মো. শওকত (২৯) পিতা মো. ছাপার হোসেন, মো. মনির হোসেন ড্রাইভার (২৯) পিতা মো. রফিক, মো. দিদারুল ইসলাম (৩৩) পিতা মো. ফসিউল আলম, মো. ইদ্রিস সওদাগর (৪২) পিতা মৃত আবু মিয়া, সর্বসাং রাঙ্গীপাড়া, কাউখালী রাঙামাটি পার্বত্য জেলা।
কাখালী থানার মামলা নং ৫, তারিখ ৩০ আগষ্ট আইও এসআই মো. হাসান। অপরদিকে রাত্রে ২টার দিকে একই এলাকায় ঘর পোড়ানো মামলার পলাতক আসামী মো. দিদার প্রকাশ বাহাদুর (২৬) পিতা মো. আবুল কালাম প্রকাশ কালাম হুজুর সাং রাংঙ্গীপাড়া আমতল, কাউখালী রাঙামাটি পার্বত্য জেলা।
সিআর-১৩২/১৯ইংরেজি কে কাউখালী থানা পুলিশ আটক করেন। আটককৃতদের আজ ৩০ আগষ্ট শুক্রবার রাঙামাটি জেলা কারাগারে প্রেরণ করেন বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্ল্যা পিপিএম নিশ্চিত করেন।





ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি : নির্মল বড়ুয়া মিলন
অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
লক্ষীপুরে তানিয়া রবের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় গনতন্ত্র মঞ্চের নিন্দা
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা