সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার :: সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে রাঙামাটি জেলা যুবদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় রাঙামাটি জেলা বিএনপি’র কার্যালয়ে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু শাহাদাৎ মোহাম্মদ সাঈম, সাংগঠনিক সম্পাদক ইউছুফ চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি নূরনবী প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন, বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করে আগামী নির্বাচন থেকে কৌশলে দুরে রাখার পাঁয়তারা করছে সরকার। এ সরকার লুটপাটের রাজত্ব কায়েম করে রেখেছে।
রাঙামাটি জেলা বিএনপি’র নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি নেত্রী অসুস্থ থাকা সত্ত্বেও সরকার উনার যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করছে না। তাই তারা যুগোপোযোগি আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা এবং শহীদ জিয়ার আদর্শের দলের নেতাকর্মীদের সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে বেগম জিয়ার মুক্তির আন্দোলনে ঝাপিয়ে পরার আহবান জানান।
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দু’পাশে দাড়িয়ে জেলা বিএনপি, অঙ্গ-সংগঠন নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলার থেকে আগত শত-শত নেতা-কর্মী এই মানববন্ধনে অংশ নেয়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন