শনিবার ● ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ২য় দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাবিপ্রবি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ২য় দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা ২য় দিন আজ ৭ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
“বি” ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯.৩০ ঘটিকায় রাঙামাটি শহরে অবস্থিত শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে শুরু হয় এবং দেড় ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা সকাল ১১.০০ ঘটিকায় শেষ হয়।
“বি” ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ৭৫টি আসনের জন্য এইচ.এস.সি (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে পাশকৃত) ৯৬৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে এবং আজ “বি” ইউনিটের ভর্তি পরীক্ষায় এইচ.এস.সি বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে পাশকৃত ৪২১ জন ভর্তিচ্ছু আবেদনকারীর মধ্যে ২৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য দায়িত্ব পালনকারী সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন ও সকল প্রত্যবেক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
ভর্তি পরীক্ষার ফলাফল বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে (www.rmstu.edu.bd) প্রকাশ করা হবে।





প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড়
রানীরহাটে আলফা ইসলামী লাইফ ইনসুরেন্স কোঃ ট্রেনিং প্রোগ্রাম
জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ