বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » আশ্রয়ন প্রকল্পে সিলেটে ১৩২টি পরিবার পাচ্ছে মাথা গোজার ঠাই
আশ্রয়ন প্রকল্পে সিলেটে ১৩২টি পরিবার পাচ্ছে মাথা গোজার ঠাই
সিলেট প্রতিনিধি :: সরকারের আশ্রয়ন প্রকল্প ‘আশ্রয়ন-২ এর আওতায়, ১৩২টি অসহায় পরিবার পাচ্ছে ঘর। প্রকল্প দু’টি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১ কোটি ৬১ লক্ষ টাকা। দক্ষিণ সুরমা উপজেলায় ১৩২টি পরিবারকে এই গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে।
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন-২ এর আওতায় ‘যার জমি আছে ঘর নেই’ তার নিজ জমিতে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ১২০টি ঘর এবং দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ‘দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ’
প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে আরো ১২টি ঘর। এ প্রকল্পের আওতায় প্রতিটি ঘর ১ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। ঘরগুলো পাকা খুঁটি ও ঢেউটিন দিয়ে তৈরি করা হচ্ছে। এছাড়া, ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ৩ লক্ষ টাকা। পাকা ঘরগুলোর দেওয়াল পাকা ও চাল ঢেউটিন। এতে থাকছে ২টি রুম, ফ্লোর পাকা, বারান্দা, রান্নাঘর ও বাথরুম। উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অফিস প্রকল্প দুটি বাস্তবায়ন করছে। এ প্রকল্প দুটি তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধনকান্দি সরকার। তারা প্রকল্পগুলো কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করছেন। অন্যদিকে, ২০১৯-২০২০ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) সাধারণ কর্মসূচির আওতায় ১ম পর্যায়ে ‘দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ’ কর্মসূচির বিপরীতে উপজেলার ১০টি ইউনিয়নে ১২টি গৃহ নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই