সোমবার ● ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিয়ানীবাজার পৌরসভায় কাউন্সিলর পদে উপ-নির্বাচন ৭ আক্টোবর : মনোনয়ন জমা
বিয়ানীবাজার পৌরসভায় কাউন্সিলর পদে উপ-নির্বাচন ৭ আক্টোবর : মনোনয়ন জমা
সিলেট প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজার পৌরসভার সংরক্ষিত-৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ২জন। আজ সোমবার ১৩ সেপ্টেম্বর বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপ নির্বাচনে সহকারি রিটানিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন কাছে প্রার্থীগন তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে তাদের স্ব স্ব মনোনয়ন পত্র জমা দেন।
১৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল শেষ দিন পর্যন্ত সুপাতলা গ্রামের আলী হোসেনের স্ত্রী নাজমুন নাহার নিপা এবং একই গ্রামের মোস্তাব আলীর স্ত্রী ছাবিনা ইয়াছমিন প্রার্থীতা ঘোষণা করে মনোনয়ন পত্র দাখিল করেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ) প্রাথীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করবেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তারা।
১৯ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হলে আগামী ৭ আক্টোবর বিয়ানীবাজার পৌরসভার (৭, ৮ ও ৯) সরক্ষিত-৩ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে আনুষ্ঠানিকভাবে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভার সংরক্ষিত এই ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ রোশনা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের আগস্ট মাসে মৃত্যুবরণ করেন। এতে শূন্য হয়ে পড়া সংরক্ষিত ওয়ার্ড পূরণের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি প্রেরণ করে বিয়ানীবাজার পৌরসভা।





ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
ঝালকাঠিতে চোরাই স্বর্ণ অলংকার ও নগদ অর্থসহ গ্রেফতার-৬
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
ঝালকাঠিতে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার