শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আমতলী ধর্মোদয় বন বিহারে ২৮ তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
আমতলী ধর্মোদয় বন বিহারে ২৮ তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
জুরাছড়ি :: আজ ১৩ নভেম্বর শনিবার আমতলী ধর্মোদয় বন বিহারে ২৮ তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়েছে। এসময় উদ্বোধনী সংগীত জোনাকি চাকমার কন্ঠে পরিবশনায় পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান ,উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সহধর্মিণী মিসেস রিপা চাকমা, ১নং জুরাছড়ি ইউপি চেয়ারম্যান কেনন চাকমা, ২নং বনযোগীছড়া ইউপি চেয়াম্যান সন্তোষ কুমার চাকমা, দুর দুরান্ত থেকে আসা হাজারো পূণ্যার্থীবৃন্দ।
অনুষ্ঠানে দিনব্যাপী বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান সহ নানা পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ ২৪ ঘন্টার মধ্যে বিশাখার প্রবর্তিত তুলা থেকে সুতা এবং সেই সুতা রং করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কাপড় বুনন করার মাধ্যমে সেই কাপড়টি কঠিন থেকে কঠিন চীবরে রুপান্তর করা করা হয়। এতে দেব মনুষ্য তথা বিশ্বের হিতসুখ মঙ্গলার্থে বিশেষ প্রার্থনা করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন বিহার পরিচালনা কমিটির কেতন চাকমা।
এসময় আরো বক্তব্য রাখেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সহধর্মিণী মিসেস রিপা চাকমা।
পূণ্যানুষ্ঠানে সদ্ধর্ম দেশনা প্রদান করেন শ্রীমৎ সুধর্মানন্দ মহাস্থবির ও শ্রীমৎ বিমলাননন্দ মহাস্থবির।





রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন