মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ডিজিএফআইয়ের ২ সদস্য নিহত
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ডিজিএফআইয়ের ২ সদস্য নিহত
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি শহরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর ২ জন সদস্য। নিহতরা হলেন সার্জেন্ট ইসা রুহুল্লাহ (৪০) ও এফএস দাউদুল হাসান (৩৯)।
সোমবার ২৫ এপ্রিল রাত পৌনে ১০টার দিকে শহরের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন পাবলিক হেলথ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত দাউদুল হাসানের বাড়ি ভোলা সদরের কালিবাড়ি এলাকায় আর ইসা রুহুল্লাহ সিরাজগঞ্জের শাহজাদপুর থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি পাহাড়িকা বাসের সাথে বিপরীতমুখী থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হেলমেট না থাকায় তাদের মুখ ও মাথা থেতলে গেছে বলে জানা গেছে।





রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন