সোমবার ● ১৬ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনায় নিন্দা
পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনায় নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা আজ রবিবার ১৫ মে ২০২২ সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি সম্প্রতি গত ১০ মে সাজেকের পর্যটন এলাকায় এক কিশোরীকে ধর্ষণ, ১২ মে রামগড়ে শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি ও ১৩ মে খাগড়াছড়ি সদরে জনৈক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা তুলে ধরে বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা না হওয়ার কারণেই বার বার এ ধরনের ঘটনাগুলো ঘটছে। অতীতে সংঘটিত ধর্ষণ, নির্যাতনের ঘটনার সঠিক বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে নিশ্চয় এমন ঘটনা ঘটতো না।
নিরূপা চাকমা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে এমনিতে রাষ্ট্রীয়ভাবে জাতিগত নিপীড়ন জারি রয়েছে। ফলে দেখা যায়, ভিকটিম যদি পাহাড়ি নারী হয় তাহলে অপরাধীরা খুব সহজেই রেহাই পেয়ে যায়। আর এতে উৎসাহিত হয়ে অপরাধীরা পুনরায় একই অপরাধ কর্মে জড়িয়ে পড়ে।
বিবৃতিতে তিনি অবিলম্বে সাজেক ও খাগড়াছড়ি সদরে সংঘটিত ধর্ষণ ও রামগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা এবং নারী ধর্ষণ-নির্যাতন ও পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়ন বন্ধের দাবি জানান।





ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি : নির্মল বড়ুয়া মিলন
অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
লক্ষীপুরে তানিয়া রবের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় গনতন্ত্র মঞ্চের নিন্দা
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা