শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কাউখালীতে যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কাউখালী :: জেলার কাউখালী উপজেলা আওয়ামী-যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কাউখালী উপজেলা পরিষদ ময়দানে যুবলীগের এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী-যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যরিস্টার শেখ ফজলে নাঈম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই প্রু চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের উপ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক নাছির উদ্দিন, কেন্দ্রীয় সদস্য কায়ছার উদ্দিন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল প্রমূখ।
সম্মেলনের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।





পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপির রাঙামাটির বিপিন জ্যোতি চাকমা
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
রাঙামাটির কাউখালীতে পিসিজেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ : নিহত-১
বেতবুনিয়ায় সিএনজি কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত -১