শনিবার ● ১০ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » জাতীয় » ফখরুল ও আব্বাসের গ্রেফতার : গণআতঙ্ক সৃষ্টি করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ
ফখরুল ও আব্বাসের গ্রেফতার : গণআতঙ্ক সৃষ্টি করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, বিএনপি’র ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গত ৭ ডিসেম্বর তাদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, গুলি, মানুষ হত্যা, বোমা নাটক, দুদিন ধরে কার্যালয়ে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার অজুহাতে ঘিরে রাখা এবং গত রাত ৩টার সময় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে পরে গ্রেফতার দেখানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশকে কেন্দ্র করে সরকার ও সরকার দলীয় শীর্ষ নেতৃবৃন্দের অহেতুক উস্কানী ও আতঙ্ক সৃষ্টি করা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও নার্ভাসনেসের বহিঃপ্রকাশ।
সাম্প্রতিক বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ বিরোধীদলের কর্মসূচিতে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রায় জনজোয়ারে পরিণত হওয়ায় ভোটারবিহীন ফ্যাসিবাদী ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সেজন্য ঢাকায় সমাবেশকে বাঁধা দেওয়ায় যা যা করণীয় ন্যাক্কারজনকভাবে পুলিশকে ব্যবহার করে বিরোধীদের কর্মসূচি ভন্ডুলের তৎপরতা অব্যাহত রেখেছে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ গত কয়েকদিনে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি এবং ঢাকায় সমাবেশকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যথায় সরকারের নীতি-নির্ধারকদের দায়িত্বহীন ও উস্কানীমূলক বক্তব্যের জন্য আগামীকাল যদি কোন অপ্রীতিকর, অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয় তার দায়-দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে।
তিনি আগামীকালকের এই সমাবেশকে শান্তিপূর্ণভাবে সফল করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা