বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » নওগাঁ » তাবলিগ জামাতে এসে ৭দিন ধরে নিখোঁজ যুবক
তাবলিগ জামাতে এসে ৭দিন ধরে নিখোঁজ যুবক
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে তবলিগ জামাতে এসে আনিছুর রহমান (৩৩) নামে এক যুবক সাত দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তার মুঠোফোনও বন্ধ আছে। এদিকে সন্ধান না পাওয়্য়া উৎকন্ঠায় রয়েছে তার পরিবার।
নিখোঁজ আনিছুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের মো. হিরণ মিয়ার পূত্র।
এ ঘটনায় গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার আনিছুর রহমানের মা রহিমা বেগম আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, নিখোঁজ যুবক আনিছুর ও তার বাবাসহ ১৫জনের একটি জামাত গত ৫ডিসেম্বর আত্রাই উপজেলার বড়কলিকাপুর দেওয়ান পাড়া মসজিদে আসে। ৭ডিসেম্বর বিকালে আনিছুর তার মায়ের কাছে ফোন করে বলেন সে বাড়িতে ফিরে যেতে চাই। ওই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জামাতের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়লে সবার অজান্তে সে তার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য মসজিদ থেকে বেড়িয়ে পরে। পথ মধ্যে এলাকার স্থানীয় কয়েকজন যুবকের সাথে দেখা হয় তারা তাকে এত রাতে কোথায় যাবে জিজ্ঞাসা করলে সে নওগাঁ যাওয়ার কথা বললে তারা তাকে একটি সিএনজিতে উঠিয়ে দেয়। কিন্তু বিগত এক সপ্তাহ অতিবাহিত হলেও সে বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। পরে তার মা আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, গত ৮ ডিসেম্বর রাতে আনিছুরের মা থানায় একটি সাধারণ ডয়েরি (জিডি) করেন। তার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। যুবকটির সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।





আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
আত্রাইয়ে বিদ্যুৎ সংকট : বিপর্যস্ত জনজীবন
দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে আত্রাইয়ের শুঁটকিপল্লী
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী
আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
আত্রাইয়ে মেধা যাচাই অনুষ্ঠিত