সোমবার ● ৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ
বিশ্বনাথে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্বচ্ছল দেড়শত পরিবারের মধ্যে ইফতারের খাদ্যসামগ্রী ও অর্ধশত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২রা এপ্রিল রবিবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ট্রাস্টের কার্যালয় এলাহাবাদ রহমান মঞ্জিলে এসব বিতরণ করা হয়েছে।
এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি নিজামুল হোসেনের সভাপতিত্বে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২- নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা হরমুজ আলী, বাংলা প্রভাষক আলতাফুর রহমান, ইংরেজী প্রভাষক ফরিদ আহমদ।শুরুতে ক্বেরআন তেলাওয়াত করেন ট্রাস্টের সদস্য হাফেজ মাহমুদুর রহমান।
এ সময় তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী বাদশা মিয়া, জবেদ আলী, দারুল কিরাত এলাহাবাদ ইসলামিয়ার অন্যতম পরিচালক কারী মৌঃ আজমল হোসেন বুলবুল, তেলিকোনা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ফারুক আহমদ, সাবেক ইউপি সদস্য আমির উদ্দিন, ট্রাস্টের অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, সংগঠক আবদুল আলী উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা রহমত উল্লাহ ।





ঈশ্বরগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা
জীবনানন্দ দাশের জন্মভিটা পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বললেন জামায়াত প্রার্থী ফয়জুল হক