বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল
বিশ্বনাথে যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানিয়ে সিলেটের বিশ্বনাথে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ সেপ্টেম্বর বিকেলে পৌর শহরে উপজেলা যুবলীগের ব্যানারে ওই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
দুপুর থেকে বাস গাড়ি দিয়ে ও পায়ে হেঁটে খন্ড খন্ড মিছিল বিশ্বনাথ পৌর শহরের ডাক বাংলায় গিয়ে উপস্থিত হয়। পরে সবাই একত্রিত হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর মুখে গিয়ে এক পথ সভায় মিলিত হয়। এসময় তারা জয় বাংলা স্লোগানে মুখরিত করে তুলে পুরো পৌর শহর।
উপজেলা যুবলীগ নেতা সুহেল তালুকদারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রোহেল খানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা ফজলুর রহমান, সামছুল ইসলাম, জয়নাল আবেদীন, হুমায়ুন রশিদ, শাহান শাহ, বকুল আহমদ, আফরোজ আলী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু।
বক্তারা তাদের বক্তব্যে বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবলীগের কমিটি গঠনের দাবি জানান।





মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা
জীবনানন্দ দাশের জন্মভিটা পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বললেন জামায়াত প্রার্থী ফয়জুল হক
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
কাপ্তাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের নেই কোন শ্মশান
ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ