মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » নাগরিক উদ্যোগ এর জাকির হোসেন বিডিইআরএম সংগঠনকে কুক্ষিগত করে রেখেছে
নাগরিক উদ্যোগ এর জাকির হোসেন বিডিইআরএম সংগঠনকে কুক্ষিগত করে রেখেছে
সর্বস্তরের দলিত জনতা সংগঠনের তাঁতপুরী জেমস বিশ্বাস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আজ ২১ নভেম্বর বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সর্বস্তরের দলিত জনতা ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাঁতপুরী জেমস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নন্দকুমার বাশফোর,গঙ্গা বাবু,ওয়াড্ডা দি ও আম্মা তাল্লি ।
বক্তারা বলেন, বে-সরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ প্রধান নির্বাহী জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আন্দোলন বিডিইআরএম সংগঠনকে কুক্ষিগত করে রেখেছে। দলিত মুক্তি ও দলিত আন্দোলনের নাম করে বিদেশি দাতাদের কাছ থেকে কোটি কোটি টাকা ফান্ড এনে নিজে ও পরিবারের সদস্যরা মিলে বিভিন্ন প্রজেক্ট বানিয়ে টাকা লুট করেছে। এসব প্রজেক্টে কোন দলিত সংশ্লিষ্টতা নেই। বিডিইআরএমকে জাকির হোসেন গং সংগঠনের নিয়ম নীতি না মেনে চলছে।দলিত নেতাদের সাথে খারাপ আচরণ করে। এমনকি দলিত মহিলা নেতা নেত্রীকে নিগৃহীত করা হলেও তার কোন বিচার করা হয়না। কথায় কথায় দলিত কর্মীদের কর্মচ্যুত করা হয়। দলিত সংগঠনটিকে নাগরিক উদ্যোগের জাকির হোসেন কুক্ষিগত করে রেখেছে। তিনি তার নিজের ইচ্ছামতো পরিচালনা করছে দীর্ঘদিন ধরে। কেউ এর প্রতিবাদ করলে তার চাকুরি আর থাকে না, তাই তার কর্মীরা ভয়ে সেখানে কাজ করে। আমরা এই সংগঠনকে জাকির হোসেনের থাবা থেকে মুক্ত করার আহবান জানাই।
বক্তারা আরো বলেন,গত ১৫ বছর ধরে নাগরিক উদ্যোগ বিডিইআরএম-এ স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছে।আমরা জাকির হোসেন মুক্ত বিডিইআরএম চাই। আমরা স্বাধীনভাবে দলিতদের অধিকার আদায়ের সংগঠন বিডিইআরএম-এর মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে চাই।





স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাইফুল হক ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন
এশিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপ সবচেয়ে বেশি বাংলাদেশে
রিহ্যাব মেলায় আশিয়ান সিটির চমক: বিনিয়োগে কয়েক গুণ মুনাফা ও আধুনিক আবাসনের নিশ্চয়তা