সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়
ঘোড়াঘাটে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট উপজেলা শাখার আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার নায়েবে আমীর ডা. মুহাদ্দীস এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন। সভায় বক্তারা বলেন, দেশে সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয় ধরে রাখার জন্য জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া জামায়াতে ইসলামীর কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানানো হয়।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাংবাদিক আজিজার রহমান, ঘোড়াঘাট পৌর আমীর আমিনুল ইসলাম সেলিম ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং উপজেলার অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই
পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১শত একর বনভূমি দখল
র্যাব-১৩ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার-২
পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ
পার্বতীপুরে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
মধ্যপাড়া পাথর খনিতে বিস্ফোরক সংকট উত্তোলন বন্ধ
পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
পার্বতীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ পিতা-পুত্র গ্রেফতার
বড়পুকুরিয়া কয়লা খনির এমডি সাইফুল বদলি : নতুন এমডি আবু তালেব