মঙ্গলবার ● ১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোটহরিণায় ১২ বিজিবি’র পক্ষ থেকে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছোটহরিণায় ১২ বিজিবি’র পক্ষ থেকে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বরকল প্রতিনিধি :: আজ ০১ অক্টোবর ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১টায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর অধিনস্থ ভূষণছড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার ভূষণছড়া বাজারে বর্তমানে পাহাড়ি বাঙালি বিবাদমান পরিস্থিতি এবং শারদীয় দুর্গা উৎসব কে সামনে রেখে একটি জনসচেতনামূলক সভার আয়োজন করা হয় ।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভূষণছড়া কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, ভূষণছড়া ফারুক ই আজম দাখিল মাদ্রাসার সুপার মো. কামরুল ইসলাম, ভূষণছড়া বাজার সভাপতি মো. আব্দুল হালিম, ভূষণছড়া বাজার সাধারন সম্পাদক মো. সাইদুল ইসলাম, ভূষণছড়া বাজার মসজিদের সভাপতি মো. শাহজালাল, ভূষণছড়া বাজার ইজারাদার মো. জাফর আলী, পন্ডিত পাড়া এলাকার কারবারী প্রণয় চাকমা, বাগাইছড়ি এলাকার কারবারী সুনেন্দ্র চাকমা, স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে সম্প্রীতির উন্নয়ন, শারদীয় দুর্গা উৎসব চলাকালীন এলাকার নিরাপত্তা বজায় রাখা, অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ, মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধ, নারী ও শিশু পাচার রোধ, এলাকায় শান্তি শৃংঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন।





চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
আলীকদম প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড়
রানীরহাটে আলফা ইসলামী লাইফ ইনসুরেন্স কোঃ ট্রেনিং প্রোগ্রাম
জুরাছড়িতে অসহায়দের মাঝে ৪১ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার