বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শারদীয় দূর্গোৎসব এর পূজা মন্ডপ পরিদর্শনে কাপ্তাই ব্যাটালিয়ন অধিনায়ক
শারদীয় দূর্গোৎসব এর পূজা মন্ডপ পরিদর্শনে কাপ্তাই ব্যাটালিয়ন অধিনায়ক
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাইয়ে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূইয়া, পদাতিক ।
বৃহস্পতিবার ১০ অক্টোবর কেপিএম হরি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। কাপ্তাইয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে বিজিবির পক্ষ থেকে সব ধরনের নিরপত্তা দেয়ার আশ্বাস জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া,পদাতিক।
এসময় তিনি নির্বিঘ্নে পুজা উদযাপনে এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শকালে ৪১ বিজিবি’র উপ অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী পদাতিক , মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন মল্লিক, সাংগঠনিক সম্পাদক বটম মল্লিক,রূপক মল্লিক রাতুল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম, রাঙামাটি জেলা , চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাকির হোসেন সহ মন্দির কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কাপ্তাইয়ে এ বছর ৮ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারবাহিনী মোতায়েন রয়েছে । পাশাপাশি উপজেলা প্রশাসন এর তত্ত্বাবধানে একটি কন্ট্রোল রুম চালু আছে।





রাঙামাটিতে কোটা বিরোধী ঐক্যজোটের সংবাদ সম্মেলন
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপির রাঙামাটির বিপিন জ্যোতি চাকমা
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫