শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ঢাকা » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আশুলিয়া থানা কমিটি গঠন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আশুলিয়া থানা কমিটি গঠন
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আশুলিয়া থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একজনকে সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
১লা ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলার সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার রাতে আশুলিয়ার বলিভদ্র ফুট ভিলেজ জেলা কমিটির এক বর্ধিত সভায় আশুলিয়া থানা কমিটি ঘোষণা এবং অনুমোদন দেয়া হয়।
কমিটিতে মো. লিটন মন্ডলকে সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন, সাইফুল ইসলাম, পবিত্র এদবর, আশরাফুল ইসলাম আশরাফ, শাকিলা আক্তার শান্তা, সাগর হোসেন, সজল হালদার, বাবুল হোসেন, সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম আশরাফ ও বাবুল হোসেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।
এসময় জেলা কমিটির সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, সদস্য মামুনুর রহমান রজত, মোহাইমিনুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভা শেষে ঢাকা জেলাধীন আশুলিয়া থানা কমিটি ঘোষণা করা হয়।
সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলার প্রভাবশালী সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু তার বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ছয় মাস হল, কিন্তু গুরুত্বপূর্ণ কোন সংস্কারের আন্তরিকভাবে কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেননি। বিভিন্ন মহলের সরকারি দপ্তরে সৈরাচার সরকারের নিয়োগপ্রাপ্তরা বহাল তবিয়তে রয়েছে। ঘুষ বানিজ্য পূর্বের ন্যায় অব্যাহত রয়েছে।
তিনি এসময় বলেন, ছাত্র-জনতা, শ্রমিকদের গণ অভ্যুত্থানের সাফল্য এনেছে। এরপরেও এখনো বৈষম্য কমেনি। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে এটাতে তাদের নৈতিক অধিকার। তবে সরকার এব্যাপারে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কিন্তু ছাত্রদের দল গঠন করার ব্যাপারে সরকারের যদি কোন মদদ থাকে তাহলে এই সরকারের পদত্যাগ করা প্রয়োজন বলেও জানান তিনি।





কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান