শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়ায় পিকাপ ভ্যান সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত- ৫ আহত- ২
বেতবুনিয়ায় পিকাপ ভ্যান সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত- ৫ আহত- ২
মো: ওমর ফারুক, কাউখালী প্রতিনিধি: রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া ঢেকির বাগান নামক স্থানে ২৬ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০ টার সময় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৫ জন নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়েছেন।
জানা যায় সকাল সাড়ে ১০ টার সময় রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া ইউনিয়নের ডেকির বাগান নামক এলাকায় চট্টগ্রাম দিক থেকে আসা কাঠভর্তি পিকাপ ( চট্টমেট্টো - ন-১১-৬৪৯২) ভ্যানের সাথে বেতবুনিয়া হতে যাত্রী বোঝাই সিএনজি অটোরিকশা ( চট্টগ্রাম - থ-১১-৯১৭১) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হন এবং খবর পেয়ে এলাকার স্থানীয় লোকজন উদ্ধার করে আরো ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে বাকি ২ জন মারা যায়। নিহতরা হলেন রাউজান ডালারমুখ ৯ নং ওয়ার্ডের তোরাব আলী ড্রাইভার (৫০), বেতবুনিয়া মনারটেক ৮ নং ওয়ার্ডের বাসিন্দা নুরনাহার বেগম (৪০). হাটহাজারী ইছাপুর ছাত্তারঘাট এলাকার স্থানীয় বাসিন্দা ইউসুফ চৌধুরী (৬০), নিহত বাকি ২ জনের নাম ঠিকানা এ রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়নি। অপরদিকে আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের নাম ঠিকানা জানা যায়নি। পিকাপ ভ্যান চালক পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। বেতবুনিয়া পুলিশ ফাড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বেতবুনিয়া পুলিশ ফাড়িতে নিয়ে আসেন এবং লাশ পোস্টমর্টের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে বলে ফাড়ির আইসি এসআই মোঃ ইছাহক নিশ্চিত করেন। এ ছাড়া পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের লোকজন এবং স্থানীয় বিএনপির প্রতিনিধিগন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে নিহতদের আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসলে এক হৃদয় বিদারক মর্মান্তিক দৃশ্যের চিত্র ফুটে ওঠে। আত্বীয় স্বজনের কান্নায় আকাশ বাতাশ ভারী হয়ে উঠে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে এবং পিকাপ ভ্যানটি জব্দ করা হয় বলেও বেতবুনিয়া পুলিশ ফাড়ির আইসি এসআই মোঃ ইছাহক জানান।





বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু