

মঙ্গলবার ● ২০ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বাসের ধাক্কায় নিহত-১
মিরসরাইয়ে বাসের ধাক্কায় নিহত-১
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে রোগী দেখে ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অর্জুন কুমার নাথ (৫০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অর্জুন মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শশী কুমার মহাজন বাড়ীর বিনোদ বিহারীর ছেলে।
স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ‘পল্লী চিকিৎসক অর্জুনের কমলদহ বাজারে ফার্মেসি রয়েছে। সোমবার রাতে ওয়াহেদপুর এলাকায় অসুস্থ রোগীকে চিকিৎসা দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন।’
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ফারুক আজম বলেন, ‘কমলদহ এলাকায় দুর্ঘটনায় নিহতের বিষয়ে অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।