

মঙ্গলবার ● ২০ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পিসিপি’র বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির প্রমান মিলেছে
পিসিপি’র বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির প্রমান মিলেছে
স্টাফ রিপোর্টার :: এবার প্রকাশ্যে চাঁদাবাজির সচিত্র প্রমান মিলেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মূল) এর সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) র বিরুদ্ধে।
পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) র প্রতিষ্ঠা বার্ষিকী ২০শে মে-২০২৫ ইংরেজি তারিখ ৩ যুগ পূর্তি উপলক্ষে তাদের ছাপানো রশিদ বইয়ে পাতায় লেখা “পার্বত্য চট্টগ্রামে আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদারসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নে সকল প্রকার প্রতিক্রিয়াশীল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান” শ্লোগান নিয়ে পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি’র ৩ যুগ পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক সুনেন্টু চাকমা স্বাক্ষরিত চাঁদা আদায়ের রশিদ বইয়ের রশিদ নং ৩৩৯৮ এর মাধ্যমে রাঙামাটি শহরের একটি আবাসিক হোটেল থেকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে রাঙামাটি শহরের কয়েকজন ঠিকাদার জানান, পিসিপির সমাবেশকে দেখিয়ে সমগ্র রাঙামাটি জেলাতে ব্যাপক চাঁদাবাজি করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। তাদের চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তা চেয়েছেন ভুক্তভোগি ব্যবসায়ীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগি ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের চাঁদাবাজি আর কত দিন চলবে? এধরনের লেখা লিখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
রাঙামাটি শহরে একটি আবাসিক হোটেলে চাঁদা আদায় করার সময় পিসিপি’র সদস্যদের কয়েকটি ছবি এ প্রতিবেদক এর হাতে এসেছে।
এদিকে আজ ২০শে মে পিসিপি প্রতিষ্ঠার ৩ যুগ পূর্ণ করল। পিসিপি’র বর্তমান ও সাবেক নেতা-কর্মীদের নিয়ে এক আলেচনাসভা ও পিসিপি’র লড়াই সংগ্রামের ডকুমেন্টারি প্রদর্শন এবং প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াডের’ সদস্যরা অংশ নেন।
পিসিপি’র নেতারা সংবিধান পরিপন্থি পার্বত্য চট্টগ্রামকে ‘বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল’ ঘোষণার অনৈতিক দাবির সাথে পাহাড় পাঁচ দশক ধরে সেনা কারাগারে বন্দী এবং সেনা যাঁতাকলে পিষ্ট এ অঞ্চলের জুম্ম জনগণ বলে বাংলাদেশ সেনা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাষ্ট্রের আইন লঙ্ঘন করেছে বলে পরিচয় প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা পিসিপি’র নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেন।
বিগত বছরের ন্যায় তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ বিরোদী সকল কর্মকান্ড প্রতিহত করা হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জনসাধারনকে আশ্বস্থ করেন।