

মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
রাঙামাটিতে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
রাজু :: রাঙামাটি জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা করতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিট।
মঙ্গলবার ২৫ জুন সকালে রাঙামাটি জেলা শহরের রেড ক্রিসেন্ট কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক পরীক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক তুলে দেওয়া হয়।
জেলা ইউনিটের সেক্রেটারি সাইফুল ইসলাম সাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর জাহান বেগম পারুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্টের সদস্য জুবাইদা খানুম নুহা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ইউনিটের অফিস অ্যাসিস্ট্যান্ট রাসেল বণিক, সিনিয়র যুব স্বেচ্ছাসেবক তাজুল ইসলাম তাজ, প্রশাসন ও সংগঠন বিভাগের প্রধান ইমন ধর, প্রশাসন ও সংগঠন বিভাগের উপ-প্রধান দেলোয়ার হোসেন তানভীরসহ জেলা যুব রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যগণ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে শিক্ষিত ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু শিক্ষা নয়, সহযোগিতার মনোভাবও জরুরি। রেড ক্রিসেন্ট সবসময়ই মানবিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানান তারা।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।