

মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে দুর্গম পাহাড়ে মেডিক্যাল ক্যাম্প করেছে বিজিবি
আলীকদমে দুর্গম পাহাড়ে মেডিক্যাল ক্যাম্প করেছে বিজিবি
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: পার্বত্য জেলা বান্দরবানে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর দূর্গম বুলুপাড়া এলাকায় চিকিৎসা বঞ্চিত স্থানীয় নৃ-গোষ্ঠী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী বিতরণ করেছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদীর নির্দেশে সোমবার (৩০ জুন) ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম এর নেতৃত্বে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত দূর্গম বুলুপাড়া এই মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করা হয়। এসময় চিকিৎসা বঞ্চিত নারী-পুরুষ এবং শিশুসহ সর্বমোট ৬০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের পার্বত্য বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের অতি দূর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন করছে। বিজিবি রুটিন কার্যক্রমের পাশাপাশি দুর্গম পাহাড়ে সেবামূলক কার্যক্রমও পারিচালনা করছে।
এছাড়াও সীমান্তে চোরাচালানী, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি দূর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সময়ে মানবিক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকান্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্থরে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ী-বাঙ্গালি সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতে এসব কার্যক্রম অব্যহত থাকবে।