শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে পুকুর থেকে শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে পুকুর থেকে শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুর থেকে মোহাম্মদ এনাম (৫০)নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ১৮ জুলাই বিকেলে উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড়ের দিঘির পাড় এলাকার বি এ সুলতান বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত এনাম উক্ত এলাকার দেলাওয়ার হোসেনের পুত্র।
জানা গেছে, সকাল থেকে নিহত এনামকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির এক পর্যায় এলাকাবাসী ঘরের সামনের পুকুর থেকে এনামের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।
এলাকাবাসী ধারনা করছেন নিহতের ছেলে পিতাকে মেরে পুকুরে ফেলে দিয়েছে। তাঁর ছেলে মোবারকের কথাবার্তায় এলাকাবাসীর সন্দেহ হয়। কেননা এর আগেও মোবারক তার বাবাকে একাধিকবার মারধর করেছে।
এ ঘটনায় নিহতের ছেলে মোবারককে আটক রেখেছে এলাকাবাসী।
ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ নুর আহমদ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমি নিজেও যাচ্ছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে উপজেলার পাইন্দং ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আরহাম নামের বিশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
১৮ জুলাই সকালে এই দুর্ঘটনা ঘটে।
সে দক্ষিণ পাইন্দং হাজ্বী তোফায়েল আহমেদ সুফির বাড়ির মোঃ ফোরকান উদ্দিনের পুত্র।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।





চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত