বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » ডা.মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
ডা.মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
নব্বই এর সামরিক স্বৈরতন্ত্র বিরোধী গণঅভ্যুত্থানের বীর শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আজ বৃহস্পতিবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ চত্তরে ডা. মিলনের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর সংগ্রামী স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা -হয়।
পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান , মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ রিয়েল, চুন্নু সিকদার, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্তরে মিলন স্মৃতিবেদীতেও পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর একইস্থানে মিলন স্মরণে অনুষ্ঠিত সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ডাক্তার মিলনের নিহত হবার ঘটনা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট।মিলনের শহীদ হবার মধ্য দিয়ে সামরিক শাসনবিরোধী আন্দোলন দ্রুত গণঅভ্যুত্থানের রুপ নেয়।তিনি বলেন, দূর্ভাগ্যজনক হচ্ছে মিলনের হত্যাকারীদের কোন বিচার হয়নি।
তিনি বলেন, মিলন যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন তিন দশকের পরও তা অর্জিত হয়নি।তিনি বলেন, দুটো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনকে বিদায় দেয়া হলেও নানা চেহারায় আবার জবরদস্তিমুলক ফ্যাসিবাদী তৎপরতা বাড়ছে।ঐক্যের পরিবর্তে সমাজে অনৈক্য ও বিভাজন ছড়িয়ে দেয়া হচ্ছে।
তিনি বলেনৃ মিলন সামাভিভিত্তিক গনতান্ত্রিক সমাজ নির্মাণে আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবেন।





প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক