বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঢাকা » যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ বৃহস্পতিবার সন্ধায় গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশের বন্দর বেদেশী কোম্পানিগুলোর কাছে ইজার প্রদানের বিরুদ্ধে আজ দুপুরে বামপন্থীদের যমুনা অভিমুখী মিছিলে পুলিশী হামলা- আক্রমণ ও নেতা কর্মীদেরকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং নিপীড়ন - নির্যাতনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেয়া যাবে না।
বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশী সন্ত্রাস ফ্যাসিবাদী আমলের দুঃশাসন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের কথাই মনে করিয়ে দেয়।তিনি বলেন,আজকের পুলিশী আক্রমণে নারীরাও রেহাই পায়নি।
তিনি বলেন, রাজনৈতিক দল বা নাগরিকদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মিছিলে হামলা আক্রমণকে অপরাধ হিসাবে বিবেচনা করা প্রয়োজন।
তিনি আজকের এই হামলা আক্রমণ ও নেতা কর্মীদের আহত করার ঘটনার সাথে যুক্তদের আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানিয়েছেন।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
ডা.মিলনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী বিপজ্জনক কাজে টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন এখনও জনআস্থা অর্জন করতে পারেনি
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন