রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
আজ সন্ধায় ঢাকার ফার্মগেটে অবস্থিত গ্র্যান্ড মহলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিরসাধারণ সম্পাদক জননেতা ফুল ফোটে সাইফুল হক এর সাথে খৃষ্টান সম্প্রদায়ের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ঐক্য ও নাগরিক অধিকার নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খৃষ্টান এসোসিয়েশনের সভাপতি মিঃ নির্মল রোজারিও, মনিকা গোমেজ, রবীন্দ্র গোমেজ, মি. ডিউ পি রোজারিও, কর্নেল দানিয়েল কোস্তা, বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও নির্বাচনে ঢাকা ১২ আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী সাইফুল হক বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কখনোই তার নাগরিকদের সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসের জন্য তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে কোন বৈষম্য করতে পারে না। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের মৌলিক পবিত্র দায়িত্ব।
তিনি আরও বলেন, আমাদের ঐতিহ্যবাহী বহুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক , নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা নিহিত রয়েছে।
বক্তব্যে জননেতা সাইফুল হক ঢাকা ১২ সম্পর্কে আগামী দিনে তার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ১২ নম্বর আসনে কোনো নাগরিক তার অধিকারের ক্ষেত্রে কোন বৈষম্যের শিকার হবে না। তিনি বলেন, এই এলাকার সমস্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নির্মূলে সমন্বিত নীতি কৌশল গ্রহণ করা হবে।
তিনি দেশের গণতান্ত্রিক উত্তরণে সামাজিক সম্প্রীতি শক্তিশালী করতে সবাইকে এক প্রাণ এক মন হয়ে কাজ করার আহ্বান জানান।





পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা