রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাউজানে নুর অায়শার হত্যার দ্রুত বিচার দাবি করেছে তার ছেলে
রাউজানে নুর অায়শার হত্যার দ্রুত বিচার দাবি করেছে তার ছেলে

চট্টগ্রাম প্রতিনিধি :: (১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩১মি.) রাউজানে ঊনসত্তর পাড়া শাহাদুল্লাহ কাজীর বাড়ী নুর অায়শা হত্যার চাঞ্চল্যকর এ ঘটনা এক বছর হয়ে গেলেও কোন বিচার পায়নি তার পরিবার। হত্যাকারী সহযোগীরা এখন ধরা ছোঁয়ার বাহিরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশের চোখের সামনে।
এলাকার স্থানীয়রা জানায়, নুর অায়শা বেগমের মূল হত্যারকারী শেখ কামাল বর্তমানে ওমানে অবস্থান করছে। এই ঘটনার সাথে সরাসরী জড়িত রয়েছে নুর অায়শার পূত্র বধূ কুসুম অাক্তার।
উল্লেখ্য সেই ঘটনার দিন রাতে কেন হত্যা হয়ে ছিল নুর অায়শাকে ?
ছেলে মুবিন ও এলাকার গ্রামবাসিরদের একটি মাত্র উত্তর, শেখ কামাল এর সাথে কুসুম অাক্তারে অবৈধ সর্ম্পক ছিল।
যে রাতে নুর অায়শা হত্যা হয়েছিল সেই দিন রাতে শেখ কামাল ও তার ২জন সহযোগী মিলে কুসুম এর সাথে অবৈধ মেলামেশা আয়শা দেখতে পাওয়ায় শেখ কামাল তার অাপন ফুফিকে হত্যা করে।
এদিকে মায়ের হত্যার মৃত্যু কথা শুনে বিদেশ থেকে দেশে ছুটে চলে অাসেন ছেলে মুবিন। মা’র মৃত্যূর খবর পেয়ে অাসার অল্প কিছু দিন পরে সত্য ঘটনা প্রকাশ পায়।
এটি সাধারণ মৃত্যু নয়, কারণ মুবিন তার ঘরের ভিতর বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখতে পায়।
মুবিন স্ত্রী কুসুমকে বিভিন্ন কৌশলে প্রশ্ন করতে থাকে। কিছুদিন চলে যাওয়ার পরে হত্যার রহস্য সে জানতে পারে। কুসুম অাক্তারে কাছ থেকে জেনে মুবিন বলেন, আমার মা’কে শেখ কামাল ও আমার স্ত্রী কুসুম অাক্তার হত্যার করেছে।কারন, তাদের অবৈধ সম্পর্ক মা দেখেছিল। একারনে অামার মাকে উভয়ে মিলে হত্যা করে। ঘটনার পরে দেশ থেকে পালিয়ে যায় শেখ কামাল এবং ২২দিন পরে রাতের আধাঁরে আমার কাশেম মামার ঘর থেকে এক মাত্র মেয়েকে নিয়ে পালিয়ে যায় কুসুম। মুবিন বিদেশ থেকে ফোনে অারো বলেন, আমার মতো এমন কোন মানুষের জীবনে এঘটনা যেন আর না ঘটে । আমার মতো এই অবস্থা এবং আমার মায়ের মতো যেন কোন মায়ের করুন মৃত্যু না হয়।
আমি আমার মায়ের হত্যার সুষ্ট বিচার যেন দেশবাসির কাছে পাই বলেন মুবিন।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪